
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ১৭ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশ উপজেলায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার নতুন কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. সালাউদ্দিন টিপু।
কৃষকদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহউদ্দিন ও উপজেলা বিআইএএম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উন্নয়নের জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি চর্চার প্রসারে ‘পার্টনার’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে পলাশ উপজেলায় ১৮টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য অংশগ্রহণ করছেন।
এই স্কুলগুলোতে কৃষকদের মধ্যে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনের মানদণ্ড, উচ্চ ফলনশীল ধানজাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা গড়ে তোলার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
কৃষকরা আশা করছেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও নিয়মিত হলে তারা কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে আরো সক্ষম হবেন এবং কৃষি পণ্যের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধি পাবে।
Posted ৩:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।