সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
সভাপতিত্ব করেন সহকারী প্রকল্প পরিচালক দীপ্তি দাস।
একই দিন দুপুর ২টায় নরসিংদী সদর উপজেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সকল শিক্ষকদের নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
সহকারী প্রকল্প পরিচালক দিপ্তী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা অাক্তার। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন দৈনিক বাংলার নবকন্ঠের বিশেষ প্রতিবেদক শান্ত বণিক ও নরসিংদী জেলা পুজা উদযাপন পরিষদ অাহবায়ক কমিটির সদস্য সচিব সুব্রত কুমার দাস।
দুপুর ৩টায় নরসিংদীর বেলা উপজেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সকল শিক্ষকদের নিয়ে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
সহকারী প্রকল্প পরিচালক দিপ্তী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামীমা শরমিন। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন দৈনিক বাংলার নবকন্ঠের বিশেষ প্রতিবেদক শান্ত বণিক ও বেলাব উপজেলা মনিটরিং কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার ট্রেইনার সুব্রত রায়। এ সময় সংযুক্ত ছিলেন নরসিংদী মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজার দেওয়ান মনিরুল ইসলাম, কম্পিউটার অপারেটর ইতি রায় প্রমুখ।