বুধবার ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদীর জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রাণ ফিরছে ব্রহ্মপুত্র নদে

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট

নরসিংদীর জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রাণ ফিরছে ব্রহ্মপুত্র নদে

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসন ব্রহ্মপুত্র নদ ও তার তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় প্রাণ ফিরে পেতে যাচ্ছে মাধবদী এলাকার ব্রহ্মপুত্র নদ। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুযায়ী ২০১৯ সালের ২৬ ডিসেম্বর থেকে ধাপে ধাপে দশটি অভিযান পরিচালনা করে মাধবদী এলাকায় ব্রক্ষপুত্র নদী প্রায় ৫ কিলোমিটার এলাকা অবৈধ দখলে ছিল যা, পর্যায়ক্রমে উচ্ছেদ করা হয়। এর মধ্যে মাধবদী বাজার সংলগ্ন নদীর দুই তীরে ৭০০ মিটার জুড়ে সবচেয়ে বেশি ভবন গড়ে উঠেছিল। মাধবদীতে মোট ১৫৭ জন অবৈধ ভবন মালিকদের দখলে থাকা ২৫৬টি ভবন ১তলা থেকে ১৫ তলা পর্যন্ত অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।

মাধবদী একটি শিল্প নগরী সমৃদ্ধ এলাকা। এখানে প্রায় ৪ লক্ষ লোকের বসবাস। সেই সুবাদে এখানে গড়ে উঠেছে ৫০ টিরও অধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ভবন মালিক স্থানীয় নেতাদের যোগসাজসে নদীকে নাল জমিতে শ্রেণীভূক্ত করে নদীর দু’পাড়ে গড়ে তুলেছে বহুতল ভবন। যার ফলে সময়ের ব্যবধানে মাধবদী বাজারের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর চিত্র পাল্টে গিয়ে রূপ নিয়েছে সরু খালে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা ছিল না। যা ফলে একটু বৃষ্টিতেই মাধবদী শহরের রাস্তা-ঘাট, বাড়িতে জমে থাকতো হাটু পানি। সদর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মাধবদী এলাকার বৃদ্ধ আনোয়ার হোসেন আফসোস করে বলেন, এই নদীতে আমরা এক সময় মাছ ধরেছি, সাঁতার কেটেছি। এই নদী দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌকা আসতো, নৌকাই ছিল চলাচলের একমাত্র যানবাহন। তখন এই নদী ছিল মাধবদী বাজারের প্রাণ। সেই নদীকে বাঁচাতে জেলা প্রশাসন এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই।

এমন উদ্যোগের ফলে একদিকে যেমন বাড়ছে নদীর প্রশস্ততা অন্যদিকে ফুটে উঠছে নদীর দুই তীরে নির্মিত বহুতল ভবন গুলো নান্দনিক সৌন্দর্য। সবার স্বপ্ন নতুন করে খননের ফলে ব্রক্ষপুত্র আবারো আসবে জোয়ারের পানি।

মাধবদী এলাকার আব্দুর রহিম মিয়া বলেন, বর্তমান সরকারের কারণে আবারো নদীতে আগের মতো পানি টলমল করবে, নৌকা চলবে, শহরের মানুষ নদীর বিশুদ্ধ বাতাস পাবে। এজন্য এই কাজে জড়িত সকলকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে জানতে চাইলে সদরের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহ্ আলম মিয়া জানান, সরকারি সম্পদ রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন নরসিংদী। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন প্রান্তে গত এক মাস অভিযান পরিচালনা করে প্রায় ১১ একর খাস ও ভিপি সম্পত্তি যার বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা বেদখলমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(937 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins