
| সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীতে বালতির পানিতে ডুবে ইসরাত জাহান নামে দেড় বছর বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩টায় সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ইসরাত বাখরনগর গ্রামের আব্দুল খলিলের মেয়ে।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু ও স্থানীয়রা জানান, শিশুটির মা জামিনা বেগম গোসল করার জন্য বাড়ির উঠানের টিওবওয়েল থেকে একটি বালতিতে পানি ভর্তি করেন। পরে শ্যাম্পু আনার জন্য ঘরের ভেতর গিয়ে ১০ মিনিট পর ফিরে এসে বালতির পানিতে তার দেড় বছরের মেয়ে শিশু ইসরাতকে ডুবন্ত অবস্থায় দেখেন। এসময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাখরনগর বাজারে চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা আব্দুল খলিল বাড়িতে না থাকায় অগোচরে শিশুটি হাটতে হাটতে বালতির পানিতে গিয়ে পড়ে ডুবে ঘটনাস্থলেই মারা গেছে বলে ধারনা করছেন পরিবার ও স্থানীয়রা। শিশুটির মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
Posted ৭:২৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।