
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট
ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় নরসিংদীর বিভিন্ন এলাকায় লাইন স্থানান্তর কাজের অংশ হিসেবে আগামীকাল ৫ জুলাই ২০২৫, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগের কারিগরি শাখা কর্তৃক নির্ধারিত এই সাটডাউন কার্যক্রমে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেবে।
সাটডাউন চলাকালীন যেসব ফিডারে কাজ চলবে সেগুলো হলো—
রায়পুরা ৩৩ কেভি ফিডার
হাসনাবাদ ৩৩ কেভি ফিডার
বদরপুর উপকেন্দ্রের বাদুয়ারচর ১১ কেভি ফিডার
কাজের স্পট নির্ধারণ করা হয়েছে হাসনাবাদ ১০ নং ব্রিজ সংলগ্ন এলাকায়।
এই কাজ বাস্তবায়ন করবে মেসার্স নিরব এন্টারপ্রাইজ (কাশেম), মেসার্স সাথী এন্টারপ্রাইজ (সাদেক) এবং মেসার্স এস পি এন্টারপ্রাইজ (আলাউদ্দিন) নামক তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক সম্প্রসারণের জন্য বিদ্যুৎ লাইন স্থানান্তর করা হচ্ছে এবং এর ফলে সাময়িক অসুবিধা হলেও, দীর্ঘমেয়াদে ভৌত অবকাঠামো উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে স্থানীয় গ্রাহকদের সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানা গেছে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।