• শিরোনাম

    নরসিংদীতে ৪৩ মামলায় ৬৮ হাজার ৩ শত টাকা জরিমানা

    অনলাইন ডেস্ক বুধবার, ১৪ জুলাই ২০২১

    নরসিংদীতে ৪৩ মামলায় ৬৮ হাজার ৩ শত টাকা জরিমানা

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

    নরসিংদীতে লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশে ৪৩টি মামলায় ৬৮ হাজার ৩ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন উপজেলায় ১১টি ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

    জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় এসব জরিমানা করা হয়। অভিযানকালে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন।

    বাংলাদেশ সময়: ১১:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ