| রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে রোববার নরসিংদী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট বিধিনিষেধ অমান্য করার দায়ে ৩৫টি মামলায় ১৬ হাজার ৩শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।
লকডাউন বাস্তবায়নে ৬টি উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে, জেলা প্রশাসনের হটলাইন নম্বরে প্রাপ্ত কলের মধ্য থেকে যাচাইবাছাই শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
Posted ৮:২২ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।