| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ১৪৫ জনে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১১২ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, রায়পুরাতে ২ জন, বেলাবতে ৪ জন, মনোহরদীতে ১ জন ও শিবপুরে ৭ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৫ শতাংশ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৯০ জন, শিবপুরে ৪৬০ জন, পলাশে ৮১৪ জন, মনোহরদীতে ২৬৮ জন, বেলাবোতে ২৩৭ জন ও রায়পুরা উপজেলাতে ২৭৪ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩২ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৬২০ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪৭ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৫৭৩ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৬ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুরে ০৭ জন।
Posted ১১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।