
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় জেলা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৪ জনকে এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ৩১ জনসহ সর্বমোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক উদ্ধার অভিযানে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ২২১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানা পুলিশ কর্তৃক শিবপুর থানাধীন সৃষ্টিগড় হাজিবাগান এলাকা হতে ৮ কেজি ২০০ গ্রাম গাজাসহ ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী কর্তৃক ৪টি পৃথক পৃথক অভিযানে ২ কেজি গাজা, ১৫০ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। সাগর মিয়া (২৩),পিতা-মৃত বাবুল মিয়া,সাং খৈসাখালী,থানা-শিবপুর,জেলা- নরসিংদী, ২৷ ইব্রাহিম খলিল@ রতন ভূইয়া (৫৫), পিতা-মৃত সালাম ভূইয়া, সাং- করিমগঞ্জ নয়াহাটি, থানা- রায়পুরা, জেলা-নরসিংদী, ৩। রিয়াজ উদ্দিন (২৬), পিতা-মৃত বেদন মিয়া, সাং-মাছিমপুর, ৪৷ মুক্তার হোসেন (৩৯), পিতা-মৃত হযরত আলী, সাং-উত্তর বাগহাটা, উভয় থানা ও জেলা-নরসিংদী ও ৫। মোঃ রাসেদ খান (৪৮),পিতা-আব্দর রাজ্জাক খান, সাং রুস্তমপুর,থানা- নন্দীগ্রাম,জেলা-বগুড়া।
বেলাব থানা পুলিশ কর্তৃক জঙ্গুয়া ঢাকা-সিলেট মহাসড়ক এলাকা হতে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জুলেখা আক্তার জুলি চৌধুরী (৪২), পিতা-মৃত জহিরুল হক জারু মিয়া, সাং-বাখরাবাদ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
মাধবদী থানা পুলিশ কর্তৃক ২১ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সর্বমোট ১১.৯ কেজি গাজা, ২২১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল এবং ৯জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ও মাদকবিরোধী অভিযানে নরসিংদী জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Posted ৮:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।