শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে অপরাধ ও মাদক নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, মাদক, প্রিভেন্টিভ ও পরোয়ানামূলে সর্বমোট ৪৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
তারই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ লক্ষ টাকা অর্থদণ্ডভুক্ত সাজাপ্রাপ্ত আসামি অজিত কুমার দাস (পিতা-মৃত অরুণ কুমার দাস, সাং-১৩০/১, বানিয়াছল, থানা ও জেলা-নরসিংদী) কে গ্রেফতার করা হয়।
এছাড়া, পলাশ থানাধীন মালিতা চৌরাস্তা এলাকা থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় জীবন (২৬), পিতা-মানু মিয়া, সাং-হাসিমপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে চুরি হওয়া অটোরিকশাসহ হাতেনাতে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Posted ৮:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।