অনলাইন ডেস্ক বুধবার, ০৪ নভেম্বর ২০২০
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার নরসিংদীতে ১০১৭-১০২০ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স এ ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা শাখার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীগণ প্রশিক্ষণ শেষে স্কাউট দল গঠনের মাধ্যমে নরসিংদী জেলায় শতভাগ স্কাউটিং নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্কাউটিং এর মূলমন্ত্র অন্তরে ধারণ করে সহমর্মিতা ও পরমর্মিতা চর্চার মাধ্যমে অপরের উপকারে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
বাংলাদেশ সময়: ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel