| রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ‘আয় আয় সোনামণি টিকা নিয়ে যা আজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার নরসিংদী পৌর এলাকার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, নরসিংদী শাখা এর সেক্রেটারি ডা. মো. সাজেদুল হক অপু সহ অনেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম সেকেন্ডে ওয়েব সম্পর্কে আলোচনা করেন। সবাইকে মাক্স পড়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং আগামী বছরের প্রথমদিকে সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন চলে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।