
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর, নরসিংদীতে তাদের ২৪তম আউটলেট চালু করেছে। সম্প্রতি জেলা শহরের সদর রোডে, এসকে টাওয়ারে এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
দুই তলা বিশিষ্ট এই আউটলেটে শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, ছেলে-মেয়ে, পুরুষ এবং নারীদের জন্য ট্রেডিশনাল, ক্যাজুয়াল এবং ফরমাল পোশাকের বিশাল সংগ্রহ থাকছে। বিশেষ করে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে থাকছে এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি এখানে অ্যাক্সেসরিজ এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে।
সেইলর এর একজন মুখপাত্র বলেন, “আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে, আমরা নরসিংদীতে আমাদের ২৪তম আউটলেট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য, দেশের প্রতিটি প্রান্তে সেইলরের আধুনিক ও মানসম্মত পোশাক পৌঁছে দেওয়া।
উদ্বোধনী উপলক্ষে সেইলর আউটলেটে চলছে আকর্ষণীয় র্যাফেল ড্র অফার, যা চলবে চাঁদ রাত পর্যন্ত । বিশেষ অফারে থাকছে পোশাকের উপর আকর্ষণীয় ডিসকাউন্টসহ অন্যান্য সুযোগ সুবিধা।
Posted ৯:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।