
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদী পৌরসভা ও জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, পৌর এলাকায় চলাচলকারী সকল সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশের দরজা এসএস পাইপ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, মে/২০২৫ মাসের মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সড়কে যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্ঘটনা রোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে পৌর এলাকার অন্তর্গত সকল সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশের দরজা এসএস পাইপ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
নিরাপদ সড়কের স্বার্থে পৌরবাসী ও যানবাহন চালকদের এ নির্দেশনা যথাযথভাবে পালন করার অনুরোধ জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
Posted ৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।