
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বেলাবতে ট্রাকের চাপায় মোনতা আহমেদ (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোনতা আহমেদ রায়পুরা উপজেলার লোচনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোনতা আহমেদ তার জমিতে উৎপাদিত সবজি বিক্রির উদ্দেশ্যে বারৈচা বাসস্ট্যান্ডে আসেন। রাস্তা পার হওয়ার সময় নরসিংদীগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দ্রুত গতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।