
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় হোসেন (৪০) নামে এক কারারক্ষী নিহত হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের শেখেরবাজার-আগরপুর সড়কের বিন্নাবাইদ লোহাজুরি চক চৌরাস্তা মোড়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিম পাড়া গ্রামের লুৎফুর রহমান কাঞ্চনের ছোট ছেলে। পেশায় একজন কারারক্ষী এবং ৩ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেলায়েত হোসেন মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি শেখেরবাজার-আগরপুর সড়কের লোহাজুরির চক চৌ রাস্তার একটু সামনে যেতেই বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলি চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেলায়েতকে উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Posted ১০:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।