অনলাইন ডেস্ক | বুধবার, ০৭ জুলাই ২০২১ | পড়া হয়েছে 98 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীতে চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২৪টি মামলায় ৩১ হাজার ৩ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় ৬টি ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী সদর উপজেলা, মাধবদী, শিবপুর, রায়পুরা ও বেলাব উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, জেলা পুলিশ ও আনসার সদস্যরা সাথে দায়িত্ব পালন করেন।
এসময় বিধিনিষেধ না মানায় ৬টি ভ্রাম্যমাণ আদালতে ২৪টি মামলা করা হয়। এসব মামলায় বিভিন্ন পরিমাণে মোট ৩১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ৮:২৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel