স্টাফ রিপোর্টার: | রবিবার, ১১ জুলাই ২০২১ | প্রিন্ট
নরসিংদীতে র্যাবের হাতে ইয়াবা ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১১ই জুলাই ২০২১ইং , নরসিংদী র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৩৫০পিস ইয়াবা ও প্রায় ১ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জ জেলার শীর্ষ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকায় নরসিংদী র্যাব -১১ ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেফতার করে। আজ রবিবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব – ১১ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ী ২ জন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার স্থায়ী বাসীন্দা। দুইজনকে মাদকসহ নরসিংদী জেলার সদর থানাধীন সাটিরপাড়া শহীদ মিনারের পাশে হতে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত দুই আসামী হল ১।হাবিব ভূইয়া(৩২) পিতা-মৃত ছাদু ভূইয়া,নারায়ণগঞ্জ ২।মোঃ মুনিরুজ্জামান(৩৫) পিতা-মৃত আব্দুল হেকিম, নারায়ণগঞ্জ। আসামি হাবিব ভূইয়ার সাথে ছিল ৩৫০পিস ইয়াবা ও মুনিরুজ্জামের সঙ্গে ছিল প্রায় ১ কেজি গাঁজা এবং তাদের কাছ নগদ টাকা ও ২টা মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদারী মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছে।দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়।এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীদের নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।
Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।