স্টাফ রিপোর্টার | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
২৫শে সেপ্টেম্বর ২০২১ইংনরসিংদী র্যাব-১১ এর সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার রায়পুরা উপজেলার চর অঞ্চল নিলক্ষা(বীরগাঁও) এলাকার একাধিক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক ১২.৩০ ঘটিকায় নরসিংদী র্যাব ক্যাম্পের একটি চৌকস ও বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ রবিবার দুপুর ২ টাই পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়,নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর এলাকার সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড ও টেঁটাসন্ত্রাস রুখতে অভিযান আরও জোরদার করেছে।সেই অভিযানের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।গ্রেফতারকৃত আসামি হল বীরগাঁও এলাকার মোঃ খলিলুর রহমান পিতা-মৃত আদম আলী, নিলক্ষা, রায়পুরা,নরসিংদী। রায়পুরা উপজেলার আতোশআলীর বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।নিলক্ষা এলাকার প্রতিটা সংঘর্ষে আসামি নেতৃত্ব দিয়ে থাকে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ চাঁদাবাজি মামলা রয়েছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়।এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া যায় আসামিকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।