
স্টাফ রিপোর্টার | সোমবার, ০৪ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 38 বার
নরসিংদী র্যাব-১১ এর সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকার হত্যাসহ ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২৮ বছর পরে র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের জালে আটক হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪ ঘটিকায় নরসিংদী র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ বিকাল ৪ ঘটিকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান জানাই,নরসিংদী জেলার শিবপুর থানাধীন সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক জেলার কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি হল শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দের খোলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান ওরফে মঞ্জু ডাকাত(৫৩)।আসামীকে তার ভাতিজার বাড়ি হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানাযায় আসামি ২৮ বছর আগে একজন কুখ্যাত ডাকাত ছিল।তৎকালীন সময়ে তার পরিবারের অন্যান্য সদস্যগণও ডাকাত ছিল।তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়েছিল এবং ১৯৯২ সালে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছিল।তারপর হতে সে বিদেশ চলে যায় এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে পালিয়ে বেড়ায়। ২০০৩ সালে সে দেশে এসেছিল এবং প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ কারণে দ্বিতীয় বিয়ে করে আবার বিদেশ চলে যায়। ইতিমধ্যে তাকে বিচারিক আদালত পলাতক অবস্থায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে। যেহেতু আসামি বিদেশ অবস্থান করছিল,সে কারণে তাকে গ্রেফতার করা অনিশ্চিত হয়ে যায়। কিন্তু হঠাৎ দেশে ফিরে আসার তথ্য পাওয়ার পর,নরসিংদী র্যাব দীর্ঘদিনের অপেক্ষামান সাজা ওয়ারেন্ট সংগ্রহ করে তাকে খোঁজতে শুরু করে। দীর্ঘদিন খোজাখুজি করে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এক আত্মীয়ের বাড়িতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীকে শিবপুর থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১২:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel