
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৯ জুন ২০২৫ | প্রিন্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসি নরসিংদীর অভিযানে নরসিংদী জেলার শিবপুর থানার কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন সংলগ্ন স্থান থেকে ৯৭৫০ (নয় হাজার সাতশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, একটি প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৯ জুন ২০২৫ তারিখ দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি আভিযানিক দল শিবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশনের সামনে থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ইয়াবাসহ আসামীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মানিক মিয়া (৪৮), পিতা: মো. আব্দুল বারিক, সাং: চাউরা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। তল্লাশিকৃত প্রাইভেটকারের ড্রাইভিং সিটের ডান পাশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী স্বীকার করেছে যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নরসিংদীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম-সেবা, জানান, র্যাব শুরু থেকেই দেশকে মাদকমুক্ত রাখতে অঙ্গীকারবদ্ধ। আমরা মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি। সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।