
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১০ জুন ২০২৫ | প্রিন্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসি, নরসিংদী-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযানে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন নাগরিয়াকান্দি পার্ক (দড়ীনবীপুর) এলাকা থেকে হত্যা মামলার চার্জশীটভুক্ত ও পলাতক আসামি খলিল মিয়াকে (৩২) গ্রেফতার করেছে। তিনি গত বছর নরসিংদী কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব-১১ জানায়, গ্রেফতার হওয়া খলিল মিয়া নরসিংদী মডেল থানার মামলা নং-১১/৯৭, তারিখ-০৮/০৩/২০২২, ধারা ৩০২/৩৪ পেনাল কোডের আসামি। বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে থাকা অবস্থায় বন্দি নং-১৫৯৯/২২ হিসেবে ছিলেন। কিন্তু ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর আভিযানিক দল ২০২৫ সালের ১০ জুন বিকেল ৪টা ২০ মিনিটে নাগরিয়াকান্দি পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। খলিল মিয়া পিতা-ছিদ্দিক মিয়া, সাং-নজরপুর, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী।
এছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের ২১ জুলাই নরসিংদী মডেল থানায় আরও একটি মামলা রুজু হয় (মামলা নং-৩৩/২৩৫, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫)। গ্রেফতারের পর খলিল মিয়াকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১১ জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক ও অস্ত্র উদ্ধার এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
র্যাব-১১-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান অভিযানে এ পর্যন্ত ১০৫ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ১৩৩ জন হত্যা মামলার আসামি, ৫৫ জন ধর্ষণ মামলার আসামি এবং ১৮ জন অস্ত্র মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৮টি অস্ত্র ও ১,২৮৬ রাউন্ড গুলি। এছাড়াও ৩০৬ জন মাদক কারবারি গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
অপহরণকারী ৪৭ জনকে গ্রেফতার ও ৫২ জন ভিকটিমকে উদ্ধারসহ ছিনতাইকারী, ডাকাত, প্রতারকসহ মোট ৩০৭ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী-এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক জুয়েল রানা, পিপিএম-সেবা জানান, সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।