
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
নরসিংদী শহরে জুনায়েদ হাসান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (০৯ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের বিনোদন এলাকা নাগরিয়াকান্দীতে এ ঘটনা ঘটে।
এ সময় মাসুম মোল্লা নামে আরো একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তারা উভয়েই নাগরিয়াকান্দী এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নাগরিয়াকান্দী এলাকায় তাদের বাড়িসংলগ্ন একটি মাঠে মাসুম ও হায়দার নামের দুই ব্যক্তির দুই কিশোর ছেলে একসঙ্গে খেলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। খবর পেয়ে মাসুম ও হায়দার ঘটনাস্থলে গিয়ে নিজেরাও তর্কে জড়িয়ে পড়েন। এ সময় মাসুমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হায়দার। এতে আহত হন মাসুম। রক্তাক্ত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে নিজ বাড়ি নেওয়া হচ্ছিল। ওই সময় শহরের কাউরিয়া ঈদগাহ এলাকায় আগে থেকেই অপেক্ষায় ছিলেন হায়দার পক্ষের লোকজন। তারা দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে মাসুমের ওপর আবার হামলা চালান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় মাসুমের পক্ষের লোকজন জুনায়েদ হাসান নামের এক যুবককে ধরে ফেলেন। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার পথে জুনায়েদের মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নরসিংদী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুজনকেই বুধবার রাতে হাসপাতালে আনা হয়েছিল। একজনের শরীর ও অন্য জনের মাথায় কোপানোর আঘাত রয়েছে। পরে দুজনকেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
Posted ৯:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।