
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বুধবার ভেলানগর বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি মিষ্টান্ন ভাণ্ডারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, ‘মেসার্স শ্রী শ্রী লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার’ ও ‘আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার’ প্রতিষ্ঠান দুটি বিএসটিআই-এর বাধ্যতামূলক মানচিহ্ন (সিএম লাইসেন্স) ও মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ছাড়াই ‘ফার্মান্টেড মিল্ক’ ও ‘সুইটমিট’ পণ্য বাজারজাত করে আসছিল।
এ অপরাধে বিএসটিআই আইন অনুযায়ী ‘মেসার্স শ্রী শ্রী লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার’কে ১৫ হাজার টাকা এবং ‘আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাইম হাসান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) নোভেরা বিনতে নূর।
জনস্বার্থে বিএসটিআই ও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Posted ৫:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।