
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদী সদর উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় গাঁজা সেবন ও সেবনের সরঞ্জামাদি রাখার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ জুন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পুরাতন জজ কোর্ট মসজিদ সংলগ্ন ও রাঙ্গামাটিয়া পানির ট্যাংকি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সহায়তায় পরিচালিত এ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোঃ রুবেল (৩৫), মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ রিমন (২৩), মোঃ সোহেল মিয়া (২৩) ও রবিন (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোফাজ্জল হোসেন অভিযানে প্রসিকিউশন দাখিল করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে গাঁজা ও সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টে দোষ স্বীকার করায় তাদেরকে দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে চলবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।