খন্দকার আমির হোসেন | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | প্রিন্ট
নদী মাতৃক বাংলাদেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নদী খননের উদ্যোগ নেন।কিন্তু এক শ্রেনীর অসাধু মাছ শিকারী মাছের ঘের নির্মাণ করায় নদীতে নৌ চলাচলের ভিগ্নতা ঘটছে এবং পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে।নদীর নব্যতা রক্ষায় এবং প্রবাহমান মেঘনা নদী ও শাখা নদীর অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে নরসিংদী জেলার করিমপুর ও ভংগারচর নৌ ফারি যৌথ অভিযান পরিচালনা করে।অভিযানে মেঘনা নদী থেকে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নৌ পুলিশের ঢাকা জুনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোলায়মান মিয়া। মোঃ সোলায়মান মিয়া বলেন,নদীতে অবৈধ দখল ও নদীর স্রোত, গতিপথ সাভাবিক রাখতে দন্ড বিধি অনুযায়ী অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়।ছোপ দিয়ে মাছের ঘের করা অবৈধ। তাই আইন অনুযায়ি ব্যবস্থা নিচ্ছি। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, আমরা প্রায় এক কিলোমিটার এলাকায় অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছি।এই অভিযান অব্যাহত থাকবে। সেই সময় সাথে ছিলেন,করিমপুর নৌ পুলিশ ফারির ইনসার্স ফিরদুল ইসলাম, ভংগারচার ফারির ইনসার্স তরিকুল ইসলাম, এ এস আই আলিমুল,এ এস আই রিয়াজ সহ নরসিংদী জেলার নৌ পুলিশের সকল কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।