শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পুকুরে আজ মঙ্গলবার মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু।
অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে সাঁতারের গুরুত্ব তুলে ধরে বলেন, “জীবন রক্ষায় সাঁতারের কোনো বিকল্প নেই। এটি কেবল একটি ক্রীড়াই নয়, শারীরিক অঙ্গপ্রত্যঙ্গের সঠিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি, প্রশিক্ষকবৃন্দ এবং ক্ষুদে সাঁতারুদের অভিভাবকরা।
অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া সাঁতার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
Posted ৯:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।