
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট
গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের একটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
০২ জুলাই ২০২৫ তারিখ সকালে অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী “ক” সার্কেলের পরিদর্শক মো. ফজলুল হক খাঁনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে পলাশ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের দড়িচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মনিরুজ্জামান (৪৮) নামের একজনকে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে মাদক সংরক্ষণ ও বিপণনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নরসিংদী “ক” সার্কেলের সহকারী উপপরিদর্শক সামিরা বেগম বাদী হয়ে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
Posted ৬:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।