
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ০৬ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মাধবদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোঃ রাতুল (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের আব্দুল্লাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার হিরন মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতুল স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। পড়ালেখার পাশাপাশি সে তার বাবার মালিকানাধীন অটোরিকশার গ্যারেজে বিভিন্ন কাজে সহায়তা করত। প্রতিদিনের মতো আজও গ্যারেজে কাজ করতে গিয়ে বিদ্যুৎ লাইনের মেরামত করার সময় হঠাৎ শর্ট সার্কিট ঘটে। এতে রাতুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশার চার্জিং পয়েন্টে বৈদ্যুতিক লাইনের সংযোগে কাজ করার সময় অসাবধানতাবশত শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটে।
রাতুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।