
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর চৌয়ালায় বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় এই ঘটনা ঘটে।
নিহত অহিদুল শেখ (২৭) যশোরের অভয়নগর উপজেলার বর্ণী গ্রামের মজিবুর শেখের ছেলে এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃষ্টির পরপর লাইনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান অহিদুল শেখ। এ সময় বৈদ্যুতিক তারে সরবরাহ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন লাইনম্যান অহিদুল শেখ। শরীরের বেশ কিছু অংশে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, পরিবারের পক্ষ থেকে জানানো হয় লাইনম্যানের কাছ থেকে অনুমতি না নিয়ে লাইন সরবরাহ করা হয়েছিল।
নিহতের বড় ভাই, ইনামুল শেখ জানান, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জুনিয়র ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলাম ঘটনাস্থলে থেকে লাইনম্যান অহিদুল শেখ কে বিদ্যুৎতের খুঁটির পাখির বাসা ভাঙতে নির্দেশনা দেন। তিনি বলেন, লাইন বন্ধ আছে। বাস্তবে লাইন বন্ধ হয়নি। মাজেদুলের ভুল সিদ্ধান্তে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে আমরা দায়িত্বে অবহেলাকারী মাজেদুলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস।
পারিবারিক সূত্রে আরো জানা গেছে, নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশ পোস্টমর্টেম শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।