স্টাফ রিপোর্টার | শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
নরসিংদী র্যাব-১১ এর সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুরা এলাকার জেলার শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ২২শে অক্টোবর ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় নরসিংদী র্যাব ক্যাম্পের একটি চৌকস ও বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল রাত ১১ টাই পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়,নরসিংদী জেলার সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুরা এলাকায় আসামীর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রদারী শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামি হল নজরপুর ইউনিয়নের নবীপুরা(পূর্বপারা) এলাকার মৃত মিন্নত আলীর ছেলে আব্দুল হালিম(৩৬)।উক্ত শীর্ষ সন্ত্রাসীকে তার বসত বাড়ি হতে ০১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি হালিম নিজ জেলা ও আশেপাশের জেলার চিহ্নিত অস্ত্রদারী সন্ত্রাসী।দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোয়ার বাহিরে ছিল।উক্ত আসামি বিভিন্ন জায়গায় অস্ত্র প্রদর্শন করে হুমকি দুমকি ও আধিপত্য বিস্তার করে বলে জানা যায়। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে অস্ত্রদারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া যায় আসামিকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।