খন্দকার আমির হোসেন | শুক্রবার, ১০ মে ২০২৪ | প্রিন্ট
নরসিংদীতে বাজারে কারসাজি করার উদ্দেশ্যে ডিম মজুদ করার অভিযোগে একটি কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদরের বালুসাইরে এমএস স্পেশালাইজড কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুল রহমান।
এ সময় কোল্ড স্টোরেজের কয়েকটি গুদামে প্রায় ১৪ লাখ ডিম মজুদ থাকতে দেখা যায়। ভোক্তা অধিদপ্তর জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট ডিম মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিমের দাম বৃদ্ধি করবে। এই তথ্যের ভিত্তিতে বালুসাইর এলাকার এমএস স্পেশালাইজড কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়।
এ সময় অভিযানের তথ্য পেয়ে মালিক পক্ষ পালিয়ে যায়। পরে কর্মচারীদের মাধ্যমে কোল্ড স্টোরেজের একটি গুদাম খুললে ক্যারেটে করে সারি সারি ডিম মজুদ করে রাখতে দেখা যায়।
Posted ৮:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।