| বুধবার, ১১ নভেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে নরসিংদী জেলার নিবন্ধীত স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে মঞ্জুরিকৃত এককালীন অনুদান এবং বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় ৬২টি স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে ১৫ লক্ষাধিক টাকা এবং চাকরিরত অবস্থায় দুর্ঘটনায় অক্ষম ১জন কর্মচারীকে পাঁচ লক্ষ টাকা ও ৮ জন বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ৮ লক্ষ টাকা করে মোট ৬৯ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
Posted ১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।