| সোমবার, ১৬ নভেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসনের অনন্য উদ্যোগ বাধঁনহারা থিয়েটার স্কুলের প্রাক্তন ও বর্তমান সদস্যদের নিয়ে সঞ্জীবনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাঁধনহারা থিয়েটার স্কুলের সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বাঁধনহারা থিয়াটার স্কুলকে জেলা প্রশাসনের প্রাণের স্পন্দন ও নরসিংদীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আত্মপ্রত্যয়ের ধ্বনি উল্লেখ করে প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন করোনাভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে সকল প্রতিবন্ধকতা জয় করে বাঁধনহারা থিয়েটার স্কুলের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে আগামী ১লা ডিসেম্বর হতে পূর্ণ উদ্যোমে শুরু করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করে পূর্ণ উদ্যমে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হওয়ার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
Posted ১২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।