
নরসিংদী জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
নরসিংদীতে প্রবাসি যুবকের গলা কাটা লাশ উদ্ধার।
নরসিংদীর মাধবদীতে কাইয়ুম মিয়া (৩৫) নামে এক প্রবাসি যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার ( ৩১ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রাম হতে এই গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত কাইয়ু্ম মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের আমদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ উরফে রহু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে বেশ কিছুদিন আগে দেশে ফিরেন। পুলিশ ও স্থানীয়রা জানায় , সকালে আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রামে মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ির পাশের একটি মাাঠে থেকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের গলা কাটা লাশ উদ্ধার করে । মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : সৈয়দুজ্জামান বলেন , খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Posted ৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।