| বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে আজ বুধবার প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে. এম. আযম খসরু। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার আহবায়ক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ভূইয়া।
এ সময় অন্যান্যদের মাঝে জেলা শাখার যুগ্ম অাহবায়ক আউয়াল সরদার, নরসিংদী জেলা কৃষি ব্যাংক সিবিএ’র সভাপতি ও শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম আহবায়ক নাদিম মাহমুদ, সদস্য শাহীন মিয়া, সদস্য শেখ শফিক মোমেন, শহর শ্রমিক লীগের সভাপতি নূর মোহাম্মদ পারভেজ, মনোহরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শরীফ আহদমদ, নরসিংদী শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।