
এম ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার: | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর পলাশে জুয়েল ভূইয়া (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে পলাশের খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল ভূইয়া শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে। সে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতো।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত কালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় সন্ত্রাস বিরুধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।