রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে নানা মুখী সংকট নিয়ে চলছে স্বাস্থ্য খ্যাত, সমাধানে নেয়া হচ্ছে ব্যবস্থা — স্বাস্থ্য উপদেষ্টা

খন্দকার আমির হোসেন :   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট

নরসিংদীতে নানা মুখী সংকট নিয়ে চলছে স্বাস্থ্য খ্যাত, সমাধানে নেয়া হচ্ছে ব্যবস্থা — স্বাস্থ্য উপদেষ্টা

রোগির তোলনায় চিকিৎসক, নার্সসহ নানাবীদ সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবলসহ ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। তার পরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে, পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে রোগীর ধারন ক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেশী। এতে করেও চিকিৎসা সেবা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া হাসপাতালগুলো পরিদর্শনকালে দেখা গেছে, যে মেয়েটার বিয়ের বয়স হয়নি অথচ সে বাচ্চার মা হয়ে গেছে এটা অত্যন্ত দুঃখজনক। বাল্যবিবাহ রোধ করা শুধু সরকারের দায়িত্বই নয় এটা জনগণেরও দায়িত্ব এবং জনগণকে  সচেতন থাকতে হবে। 

এছাড়াও হাসপাতালগুলোতে আউটসোর্সিং এর মাধ্যমে চুক্তিভিত্তিক যে কর্মীরা কাজ করে তারা বেতন পাচ্ছেনা তাদের বেতন রেগুলার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারাতো আমার চেয়েও ভালো জানেন টাকশালের অবস্থা কি, টাকশালে কি অনেকগুলো টাকা আছে, নাকি নিয়ে গেছে। তবে তাদের প্রতি আমাদের শতভাগ সহানুভূতি আছে। আমি পরিদর্শন কালে শুনেছি তারা নাকি জুন মাস থেকে বেতন পাচ্ছে না। তাদেরও তো পরিবার আছে, তারা কিভাবে পরিবার নিয়ে চলছে। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক যারা চালায় তাদের বেতন নাই। আউটসোর্সিং এর মাধ্যমে যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের বেতন বন্ধ, তাদের সেই ব্যবস্থাটা করে রাখে নাই। তাদের জন্য কোন বরাদ্দ রাখে নাই। আমি দেখতে এসেছি, দেখেছি তাদের জন্যতো কিছু করতে হবে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। 

এসময় সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সরকারী সফরে নরসিংদীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্ভিসের সাথে মত বিনিময় এবং শিবপুর উপজেরার ইটাখোলার মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের কথা থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, ৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও শিলমান্দীস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা মিজ্ নূরজাহান বেগম।

এসময় স্বাস্থ্য উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন দুই জন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক। হাসপাতাল পরিদর্শনকালে আগত সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।  স্বাস্থ্য উপদেষ্টা আকস্মিক সফরকে স্বাগত জানিয়ে ৫০ শয্যা বিশিষ্ট  নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষক আলাউদ্দিন বলেন, এমনভাবে সরকারের প্রতিটা দপ্তর আকষ্মিক পরিদর্শন করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মনগড়াভাবে অফিস বা যার যার কর্মস্থলে আসতে পারবেনা। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে। এতেকরে সেবার মান বৃদ্ধি পাবে। ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে সেবা নিতে আসা আফসানা কামাল  বলেন, হাসপাতালে আমি ডাক্তার দেখাতে এসেছি। এসময় উপদেষ্টা হাসপাতাল পরিদর্শন করতে আসেন, এই আকষ্মিক পরিদর্শন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। এমন আকষ্মিক পরিদর্শন অব্যহত রাখলে,দেশের সকল হাসপাতালের ডাক্তার ও নার্সরা সেবা প্রদানে আরো সজাগ থাকবেন। 

Facebook Comments Box

Posted ৮:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins