শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে নবধারা প্রি-স্কুলের সবজি মেলা সর্বমহলে প্রশংসিত 

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে নবধারা প্রি-স্কুলের সবজি মেলা সর্বমহলে প্রশংসিত 

নরসিংদীতে প্রকৃতির ভারসাম্য রক্ষায় ফুল, পাখি ও সবজির ভূমিকা বিষয়ে সচেতন করতে ও এসবের সাথে পরিচিত করাতে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ফুল, পাখি ও সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন জজ কোর্ট এলাকায় শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠান নবধারা প্রি-স্কুলে এই মেলার আয়োজন করা হয়।

নবধারা প্রি-স্কুলের এই আয়োজন দেখতে এসেছে শতশত বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। সর্বমহলে প্রশংসিত হয়েছে নবধারার আয়োজন।

মেলার উদ্বোধন করেন, নরসিংদী স্থানীয় সরকার শাখার  উপ-পরিচালক মৌসুমী সরকার রাখী।

নবধারা প্রি-স্কুলের পরিচালক কামরুন নেছার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিকসহ অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মেলায় ২৫ প্রজাতির পাখি, দেশি-বিদেশি প্রায় অর্ধশত প্রজাতির ফুল ও শতাধিক প্রজাতির সবজি স্থান পায়।

অভিভাবক ও শিক্ষকদের সাথে নিয়ে ক্ষুদে শিক্ষার্থীরা কোকাটেল লুটিলু, বাজরিকার ও লাভবার্ডসহ বিভিন্ন প্রজাতির পাখি, দেশি-বিদেশি ফুলসহ বিভিন্ন সবজির সাথে পরিচিত হয়। আয়োজনে ছিল কয়েক প্রজাতির গোলাপ এবং অন্যান্য অপরিচিত ফুলও।

এরকম আয়োজন শিশু এবং শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করবে, বলছেন অভিভাবকরা।

আয়োজকরা বলছেন, মুঠোফোনের গণ্ডি থেকে বের করে শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচিত করাতেই এই উদ্যোগ।

Facebook Comments Box

Posted ১১:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1001 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins