
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের গুলিতে আহসান উল্লাহ আছান নামে (৫০) এক গাড়ি চালক নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াশালে এ ঘটনা ঘটে।
নিহত আহসানউল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোবরার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের নুর আলমের মালিকানাধীন ফার্মেসির সামনে বসেছিলেন আহসানউল্লাহ আছান। এ সময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যান।
পরে গুলি ছুড়লে তার ডান পাশের কানের দিক দিয়ে তা বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
Posted ৮:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।