নরসিংদীর বেলাব উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার ঈদ উপলক্ষে ফুটবল খেলা আয়োজন করে গ্রামবাসী। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চর-বেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের সাথে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়। এই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনয়ায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে আমাদের ওপরও চড়াও হয় বিক্ষুব্দ গ্রামবাসী। পরে রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার গণমাধ্যম কে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।