
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে ডেঙ্গু পরিস্থিতি আবারও চিন্তাজনক হয়ে উঠছে। জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে প্রাইভেট হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীর সংখ্যাও ৩ জন এবং একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছেন ৫ জন এবং জেলা সদর হাসপাতালে ২ জন। বাকি উপজেলাগুলো—পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও সদর উপজেলার প্রাইভেট হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই।
চলতি বছর জানুয়ারি থেকে ৪ জুলাই ২০২৫ পর্যন্ত জেলায় মোট ১০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে স্বস্তির খবর হচ্ছে, এখনো পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, বর্ষার এ সময়ে মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিক সচেতনতা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনের ওপর গুরুত্ব আরোপ করছে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।