| বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় নির্দেশনায় নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে জেলাব্যাপি ১৪ জুলাই পর্যন্ত ১৪ দিনে ৬০২টি মামলায় ১০লাখ ৫৬হাজার ৩শত টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের এ ভূমিকাকে নরসিংদীর বিভিন্ন মহল সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন।
এছাড়া গত বুধবার (১৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন উপজেলায় ৪৩টি মামলায় ৬৮ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে ১১টি ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় এসব জরিমানা করা হয়। অভিযানকালে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন।
পুরো জেলার সকল উপজেলায় মোবাইল কোর্টের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বন্টন অব্যাহত রয়েছে। ৩৩৩ নং হটলাইনে ক্ষতিগ্রস্তদের ফোনে যোগাযোগ, অন্যান্য মাধ্যমে যাচাই কল্পে এসব উপহার সামগ্রী বন্টন করা হয়েছে।
এরই অংশ হিসেবে পলাশ উপজেলায় গত মঙ্গলবার ক্ষতিগ্রস্ত রিকসা ও ইজিবাইক চালকদের ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের সহায়তায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।
Posted ১১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।