• শিরোনাম

    নরসিংদীতে জেলা প্রশাসকের নির্দেশে ৩৬ টি মামলায় ৫৯ হাজার ৩শত টাকা জরিমানা

    অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | পড়া হয়েছে 136 বার

    নরসিংদীতে জেলা প্রশাসকের নির্দেশে ৩৬ টি মামলায় ৫৯ হাজার ৩শত টাকা জরিমানা

    apps
    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
    আজ বৃহস্পতিবার নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সহকারী কমিশনার ভূমি এবং জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
    এ সময় করোনা ভাইরাস বিস্তাররোধকল্পে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় ৩৬ টি মামলায় ৫৯ হাজার ৩শত- টাকা জরিমানা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং বাংলাদেশ পুলিশ ম্যাজিস্ট্রেটগণের সাথে সহযোগিতা করেন।
    এ সময় নরসিংদী সদর পৌরসভা, মাধদবী পৌরসভা এবং রায়পুরা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন। শিবপুর এবং বেলাবো উপজেলায় বিজিবি ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

    বাংলাদেশ সময়: ১০:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ