অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | পড়া হয়েছে 90 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীতে জেলা পুলিশ ও পুনাক এর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গত রবিবার ৪ জুলাই নরসিংদী পুলিশ লাইনসে জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রবিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচীর অংশ হিসেবে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হচ্ছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী’র পক্ষ থেকেও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক নরসিংদীর সভানেত্রী আলেয়া ফেরদৌসী। এ সময় পুনাক নরসিংদীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel