
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৪৬তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।
বুধবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ উৎসবের উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা এবং নরসিংদী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক পবন চন্দ্র দাস।
স্বাগত বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন।
শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী হতে উৎসাহ
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজকের এই বিজ্ঞান মেলা আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে। আধুনিক যুগে বিজ্ঞানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এআই প্রতিনিয়ত উন্নত হচ্ছে, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা আমরা বলতে পারি না। তাই এখন থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। ভবিষ্যৎ নির্মাণে আগ্রহ ও সংকল্পই সাফল্যের চাবিকাঠি।”
আবেগ বনাম বিজ্ঞান
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞান দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। আবেগের প্রভাবে আমরা বিশ্বদরবারে পিছিয়ে পড়েছি। একসময় আমাদের পূর্বপুরুষরা ইংরেজি শিক্ষার প্রতি অনাগ্রহ দেখিয়েছিল, যার ফল আজও আমরা ভোগ করছি। এখনই সময় বিজ্ঞান ও ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার।”
৪১টি স্টল, অংশ নেয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান
মেলায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব ও ল্যাবের জন্য মোট ৪১টি স্টল স্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী বিয়াম জিলা স্কুল, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়, চরসিন্দুর বালিকা উচ্চ বিদ্যালয়, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ব্রাইট স্কুল, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, চন্দনবাড়ি এস এ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়, মরজাক কাজী মো. বশির উদ্দিন উচ্চ বিদ্যালয়, জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী মডেল কলেজ, স্কলাস্টিকা মডেল কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ, সবুজ পাহাড় কলেজ, মনোহরদী সরকারি কলেজ, বারৈচা ডিগ্রি কলেজ, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রায়পুরা সরকারি কলেজ ও নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবটিক্স ল্যাব।
তবে মেলায় অনুপস্থিত ছিল কয়েকটি নির্ধারিত প্রতিষ্ঠান, যেমন—দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়, চর বেলাবো ফাজিল মাদ্রাসা, চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসা, নারায়ণপুর রাবেয়া কলেজ, নরসিংদী বিজ্ঞান ক্লাব, সরকারি হোসেন আলী কলেজ ও জোহরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
সমাপ্তি ১৫ মে বিকেলে
মেলার সমাপ্তি হবে বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায়। এ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা এবং আয়োজন করেছে জেলা প্রশাসন, নরসিংদী।
Posted ৯:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।