এম. ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার: সোমবার, ০২ অক্টোবর ২০২৩
‘২৫ শে উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’-এই শ্লোগান নিয়ে ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই।
সোমবার (২ অক্টোবর ২০২৩) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু। বিশেষ অতিথিদের মাঝে রাখেন, নরসিংদী প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক, ‘২৫শে উচ্ছাস, লাল সবুজে বিশ্বাস’ অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন শাহ, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ’র অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাব’র সাবেক
সভাপতি নিবারণ রায়, নরসিংদী প্রেস ক্লাব’র সাবেক সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব এন্ড ইন্ডাস্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আল আমিন রহমান, নরসিংদী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান ভূঁইয়া।
বক্তারা শাইখ সিরাজসহ ও অন্যান্য কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন।কৃষকদের প্রধান নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার অবদান চ্যানেল আই’র। চ্যানেল বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি আসন গেড়ে রেখেছেন।
নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুমন রায়।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন পোর্টালের গণ্যমান্য সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন। ২৫ তম জন্মদিনের কেক কাটার মাধ্যমে আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel