স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট
নরসিংদী র্যাব-১১ এর সন্ত্রাসবিরোধী অভিযানে জেলার রায়পুরা উপজেলার নীলক্ষ্যা এলাকার চাঞ্চল্যকর হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ই অক্টোবর বিকাল ৫টাই নরসিংদী র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ দুপুর ৩ টাই পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি নরসিংদী র্যাব-১১ জানাই,নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুনিপুরা বাজার এলাকা হতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি হল রায়পুরা উপজেলার নীলক্ষ্যা(বীরগাঁও উত্তরপারা) এলাকার মতি মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া(৩৪)। গ্রেফতারের সময় আসামীর সাথে থাকা ১টি মোবাইল ও নগদ টাকা পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানাযায় আসামি বিল্লাল মিয়া রায়পুরা থানার মামলা নং ৩(৬)১৬ ধারা ১৪৩/৩৪১/৩০৭/৩২৬/৩০২/১১৪ দঃবিঃ তৎসহ ৩- ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিল।উক্ত আসামি আইনপ্রয়োগকারী সংস্থার ধরা ছোয়ার বাহিরে ছিল।বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা ধরার জন্য চেষ্টা করে যাচ্ছিল।সবশেষে র্যাবের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে আসামিকে গ্রেফতার করা হয়।এই সফল অভিযান পরিচালনা করেন নরসিংদী র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খান ও সঙ্গীয় ফোর্স। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।