
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট
ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর রেলওয়ে স্টেশন ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।
শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় নরসিংদী রেলওয়ে ষ্টেশনে বখাটে ও টিকেটবিহীন জনসাধারনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নরসিংদী রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় ষ্টেশনের প্লাটফর্ম থেকে বখাটে ও টিকেটবিহীন জনসাধারনকে বের করে দেওয়া হয়।
পরে রাত ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।
সেনাবাহিনীর নরসিংদীর ক্যাম্পের কমান্ডার মেজর নাফিউ সিদ্দিক রোমান গণমাধ্যম কে জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ককে প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।
অভিযানে গাড়ির কাগজপত্র না থাকায়, অতিরিক্ত যাত্রী উঠানো, অতিরিক্ত ভাড়া আদায়, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দেয় পুলিশ।
এ সময় বিভিন্ন পরিবহনকে ৬৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের সঙ্গে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরাও ছিলেন।
যৌথ বাহিনী আরও জানান, অপরাধী চক্রের বেশিরভাগই অপরাধ ঘটানোর সময় মোটরসাইকেল আর প্রাইভেটকার ব্যবহার করেন। এছাড়া, কৌশলে মাদক ও অবৈধ অর্থপাচারেও ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত পরিবহন। চলমান অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতেও বিশেষ নজর রাখছে যৌথবাহিনী।
Posted ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।