শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: রবিবার নরসিংদীতে জুম কনফারেন্সের মাধ্যমে নভেম্বর ২০২০ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
স্বাস্থ্যবিধি মেনে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে সহায়তা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় তিনি তাঁর বক্তব্যে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা ও জেলা পর্যায়ে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণের প্রতি গুরুত্ব আরোপ করেন।
সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।